Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাজেট

বাজেট

গত ২৭-০৫-২০১৫ ইং তারিখে অত্র ০২ নং ধনপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট অধিবেশন হয়। অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বাবু প্রদীপ কুমার দাস  ত্রর সভাপতিত্বে সভার কার্যক্রম আরম্ভ হয়। সভাপতি বাবুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অত্র সভা আরম্ভ করা হয়। সভায় অত্র ইউপির ০৯ টি ওয়ার্ডের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বাবু নানা শ্রেণী পেশার মানুষের কাছে তাদের চাহিদা সম্পর্কে জানতে চান। অতঃপর বিভিন্ন জন তাদের নিজ নিজ এলাকার সমস্যগুলো তোলে ধরেন এবং তা সমাধানের জন্য বিনীত অনুরোধ রাখেন। সেই প্রেক্ষিতে উপস্থিত সংশ্লিষ্ট মেম্বারগণ ও তাদের নিজ নিজ ওয়ার্ডের গত বছরের উন্নয়ন কর্মকান্ডের স্বচিত্র প্রকাশ করেন এবং অবশিষ্ট সমস্যাগুলো চিনহিত করে যথা সম্ভব চেয়ারম্যান বাবু সমাধানের জন্য অনুরোধ করেন। চেয়ারম্যান বাবু সকল সমস্যা অবগত হয়ে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের আশ্বাস প্রকাশ করেন। অতঃপর চেয়ারম্যান বাবু অত্র সভার সঞ্চালক সচিব সাহেবকে আগামী ২০১৫-২০১৬ ইং অর্থবছরের বাজেট প্রকাশের অনুরোধ জ্ঞাপন করেন। সচিব সাহেব তা অবগত হয়ে আগামী অর্থবছরের ধার্যকীইত বাজেট প্রকাশ করেন। অদ্যকার উন্মুক্ত বাজেট সভায় সকল পেশা-শ্রেণীর মানুষ তাদের নিজ নিজ অভিমত ব্যক্ত করেন। পরিশেষে সভাপতি তথা চেয়ারম্যান মহোদয়ের বিদায়ী বক্তব্য দিয়ে অদ্যকার উন্মুক্ত বাজেট সভার সমাপ্তি ঘোষনা করেন।

বাজেটের নিন্মরুপঃ 

ইউনিয়ন পরিষদের বার্ষিক রাজস্ব বাজেটঃ

 

অর্থ বছরঃ  ২০১৫-২০১৬